মাত্রই দল হেরে মাঠ ছেড়েছে। তাই বলে কি নিজের ইচ্ছা প্রকাশ করতে পারবেন না? এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অনেকেই নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে কতই না পরিকল্পনা করেন। তার ব্যতিক্রম ছিলেন না চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার দীপক চাহারও।
হারা ম্যাচে ৪ ওভার বোলিং করে ১ উইকেট নিয়েছেন ৪৮ রানে। যেখানে লোকেশ রাহুল একাই তার ১২ বল থেকে নিয়েছেন ৩৪ রান। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসের কাছে চেন্নাই হেরেছেও বড় ব্যবধানে। তবুও চাহারের জন্য দিনটা হয়ে থাকবে বিশেষ কিছু। কারণ বিয়ের প্রস্তাব দিয়ে যে হ্যাঁ শুনেছেন তিনি।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুবাইয়ে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় আগেই প্লে-অফ নিশ্চিত করা চেন্নাই সুপার কিংস। ম্যাচটি ৬ উইকেটে হেরে মাঠ ছাড়ে মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু দলের হারে মাথা না ঘামিয়ে ডানহাতি পেসার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়ায় ব্যস্ত ছিলেন।
মাত্রই মাঠে ম্যাচ হেরেছে দল। গ্যালারিতে তখন চেন্নাইয়ের ক্রিকেটারদের অনেকের পরিবার বসে আছেন। এমন সময় মাঠ ছেড়ে গ্যালারিতে আসেন চাহার, তার পাশেই ছিলেন প্রেমিকা।
একটু পরই হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ভারতীয় পেসার। চাহারের প্রস্তাবে তার প্রেমিকা অবাক হয়ে যান। এ সময় তার শারীরিক ভাষা বিয়েতে সম্মতির বিষয়টি প্রকাশ করে দিচ্ছিল।
প্রেমিকা সম্মতি দেয়ার পর আঙুলে আংটি পরিয়ে দেন চাহার। পরে চাহারকেও আংটি পরিয়ে দেন তার প্রেমিকা। এরপর উভয়কে আলিঙ্গন করতে দেখা যায়। পরে চাহার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি ছবি পোস্ট করে লিখেন, ছবিই সব বলে দিচ্ছে, সবার আশীর্বাদ প্রয়োজন।
















