খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি এমন এক অনুষ্ঠান সোমবার খাগড়াছড়ির রামগড় টাউন হলে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামগড় সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আনজুম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক ও গণমাধ্যম কর্মীরাও এইসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়।
















