এফ,সি কর্ণফুলী ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্ট শহীদ হওয়া সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার চরপাথরঘাটায় মোস্তফা শাকিলের সভাপতিত্বে এবং রাসেল আহমেদ রাইনের সঞ্চলনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইয়াছিন আরাফাত,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদারুল আলম শুভ, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ,সংগঠক আক্কাস আল আলীফ,চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান হায়দার,ছাত্রনেতা অন্তর,যুবনেতা মোরশেদ আলম পাপফু।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শেখ ইমন ,এম এইচ নয়ন,বাপ্পী,শাহাবুদ্দিন সিহাব,জে এস সামুন,আরাফাত,আজাহার,টিপু সুলতান,নয়ন,বারেক,তানিম,সাজ্জাদ,ইমন ফরহাদ,ইমরান,আব্বাস,রায়হান মুন্না,সজীব,মিনহাজ, তানভীর ইসলাম,সুজন আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে। ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। তারা বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শ আজ ছড়িয়ে পড়েছে সবখানে।
















