রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে প্রাণ গেল এক শিশুর।
শিশুটির নাম মুরসালিন (৫)। সে তেকোটা গ্রামের সোনা মিয়া চৌধুরী’র ছেলে মোহাম্মদ সুমনের পুত্র।
বুধবার (২৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে মুরসালিন খেলতে গিয়ে বাড়ির পশ্চিমে থাকা পুকুরে পড়ে যায়। তারপর খোঁজাখুঁজি এক পর্যায়ে থাকে স্থানীয়রা পুকুরে দেখতে পেলে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ এমরান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেকোটা গ্রাম থেকে পুকুরে ডুবে মৃত্যু হওয়া এক শিশু আনা হয়েছিলো। আমরা শিশুটিকে মৃত ঘোষণা করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।
















