চন্দনাইশের পারিবারিক কলহের জের ধরে ইয়াছমিন আকতার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হাশিমপুরের আফজাল সিকদার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াছমিন ওই এলাকার আক্কাস উদ্দিনের স্ত্রী। তার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। পরের দিন মঙ্গলবার সকালে কাজে বের হওয়ার সময় এনিয়ে তাদের মধ্যে আবারো ঝগড়া হয়। এর জের ধরে স্বামী কাজে বের হয়ে গেলে সবার অগোচরে স্ত্রী বিষপান করে বসে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, হাশিমপুরে স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ বিষপানের ঘটনায় গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
















