খাগড়াছড়ির রামগড়ে উপজেলা পরিষদ মৎস্য বিভাগের মাধ্যমে একশত কেজি মৎস্য পোনা অবমুক্ত করেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এইসব মশা পোনা অবমুক্ত করা হয়।
সোমবার (২৩শে আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ লেকে মৎস্য পোনা অবমুক্ত করেন রামগড় উপজেলা চেয়ারম্যান প্রদীপ কুমার কারবারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু,মাহমুদ উল্লাহ মারুফ।
পরে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জলাশয় ও ব্যক্তিমালিকানাধীন পুকুর ও জলাশয়ের মালিকদের মৎস্য পোনা বিতরন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ জানান, উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জলাশয় ছাড়াও উপজেলার প্রান্তিক মৎস্যচাষীদের জলাশয়েও এসব মৎস্য পোনা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলীর তন্ময় দেবনাথ, স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
















