রাজধানীর বনানীর একটি বহুতল ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে মীম (১৭) ও স্বপ্না (১৬) নামের দুই গৃহকর্মী নিহত হয়েছেন। রোববার (২২ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বনানীর ওই বাসার বাথরুম থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুর রহমান জানান, গত রাতে বনানীর তিন নম্বর সড়কে অবস্থিত ১০তলা বিশিষ্ট ৭৯ নাম্বার বাড়ির ৪র্থ তলায় আগুন লাগে। ওই বাসার বাথরুম থেকে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের প্রচণ্ড ধোঁয়ায় তাদের মৃত্যু হয়েছে। দুজনই ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
















