চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি ট্যাক্সির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ভুজপুর থানাধীন শান্তিরহাট বাজার সংলগ্ন গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন আমির হোসেন (২৬), মো. রিদোয়ান (১৮), মো. শওকত হোসেন (৪২), শেফাত হোসেন (১৭), মো. হেলাল উদ্দিন (১৮), মো. তাসিফ (১৬)। তারা সকলেই উপজেলা নারায়ণহাট গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন। তিনি বলেন, ‘ভুজপুর অভিমুখে যাওয়া সিএনজি অটোরিকশাটি শান্তিরহাট বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করে।
















