আফগানিস্তানের উত্তরাঞ্চলে সরকারের সবশেষ শক্ত ঘাঁটিও এখন তালেবানের নিয়ন্ত্রণে। শনিবার মাজার-ই শরিফ দখল করে গোষ্ঠীটি।
স্থানীয় কর্মকর্তারা জানান, প্রায় বিনা বাধাতেই শহরটির দখল নেয় তালেবান। শুরুতেই আত্মসমর্পণ করে ন্যাশনাল আর্মি সদস্যরা। এরপরই পিছু হটে সরকারি বাহিনী।
ভূ-কৌশলগত দিক থেকে বালখ প্রদেশের রাজধানী মাজার-ই শরিফ আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী শহরটি দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। মাত্র কয়েকদিন আগেই মাজার-ই শরিফ সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শহরটি দখলের মধ্য দিয়ে রাজধানী কাবুলের আরও কাছাকাছি চলে গেলো তালেবান।
এই নিয়ে আফগানিস্তানের ৩৭টির মধ্যে ১৯টি প্রদেশের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন বহু মানুষ।
















