রাঙামাটি জেলার রাজস্থলীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে নজরুল ইসলাম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আজ রবিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজস্থালীর হাজিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গতকাল শনিবার শিক্ষক নজরুল ইসলাম এক ছাত্রীর বাড়িতে গিয়ে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য ছবি লাগবে বলে শিক্ষার্থীর মাকে জানান। তখন ওই শিক্ষার্থী বাড়িতে ছিল না। তার মা দুপুরের দিকে প্রধান শিক্ষকের কথামতো ছবি তোলার জন্য ওই ছাত্রীকে এলাকার ২ শিশুসহ স্কুলে পাঠান। পরে ওই শিক্ষার্থী কান্না করতে করতে বাড়িতে আসে। কান্নার কারণ কি জানতে চাইলে ওই শিক্ষার্থী মাকে জানায় প্রধান শিক্ষক তার শরীরের বিভিন্নস্থানে হাত দেয়।
এই বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা গতকাল শনিবার থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ শিক্ষক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।
রাজস্থালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টায় শিক্ষক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
















