চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ৪ বাসযাত্রী আহত হয়েছেন।
সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার সরকার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, হাসিনা বেগম(৬০),নুর জাহা(৭০),জোবাইদা (৫),মোবারক ( ৫০)।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, শহরমুখী যাত্রী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।এতে ৪ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ৪ যাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম জানান, সরকার হাট সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।