বিলাইছড়ি প্রতিনিধি: শুক্রবার (৩০ জুলাই)-বিলাইছড়িতে উপজেলা পরিযদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা শরীরেও করোনা পজিটিভ হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, মোট ৬ জন নমুনা সংগ্রহ করে তাদের র্যাপিড এন্টিজেন টেস্টে ৩ জনের দেহে করোনা শনাক্ত হলে উপজেলা চেয়ারম্যান বাদে বাকী ২ জন হলেন একজন উজ্জ্বলা চাকমা অন্যজন উথাইমং মার্মা।
উল্লেখ্য যে, গত ২৬ জুলাই উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী রূপশ্রী তঞ্চঙ্গ্যা, ছোট্ট মেয়ে ত্রয়া তঞ্চঙ্গ্যা সংক্রমিত হলে চেয়ারম্যানের পরিবারে সবাই করোনা সংক্রমিত হলো।
উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, করোনা এখন গ্রামের ভিতরে প্রবেশ করেছে, যে সব রোগী বেশীরভাগ শনাক্তকরীরা গ্রাম পর্যায় হতে আসা রোগী। তাই স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা লক্ষণ নিয়ে ঘরে না থেকে টেস্ট করার হাসপাতালে আসার অনুরোধ জানান।
















