রফিকুল ইসলাম (রিজভী), নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদরে বিভিন্ন স্থানে চলাচল ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে বাড়িঘর ক্ষয়ক্ষতির হয়েছে, তারমধ্যে বিছামারা, ঘিলাতলী, বড়ুয়াপাড়ায় পাহাড় ধসে কয়েকটি ভেঙ্গে গেছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতরাতে সদরে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে, নাইক্ষ্যংছড়ি বাজার, ধুংড়ি হেড়ম্যানপাড়া তার মধ্যে অন্যতম। এসব মানুষ অনাহারে-অর্ধহারে ছিলো, পাহাড় ধসে ঘর ভেঙে যাওয়ায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে অনেকে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকল ১১ টায় এইসব মানুষের খুঁজ খবর, জরুরি ত্রাণ ও রান্না করা খাবার নিয়ে ছুটে গেলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
এইসময় সাথে ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাবা সালমা ফেরদৌস, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানওয়ান চাক, সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব নুরুল আবছার ইমন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু চুচুমং মার্মা, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম (রিজভী)সহ নাইক্ষ্যংছড়ি যুব রেড় ক্রিসেন্ট টিম।
এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে পাহাড় ধসে ভেঙে যাওয়া ঘরে ঘরে জরুরি ত্রাণ (চাল, ডাল, তেল ইত্যাদি) ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সদরে ইউনিয়ন প্লাবিত এলাকা ধুংরি হেডম্যান পাড়া, বড়ুয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে রান্না করা খাবার বিতরণ হয়েছে, বেশি ঝুঁকিতে থাকা লোকজনদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে খাবার, থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
















