কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন নিবাসি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান (৮৩) সোমবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার যোহরের নামাজের পরে ইউনিয়নের ইছানগর আরবান আলী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে গরীব উল্লাহ শাহ মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে এসিল্যান্ড সুকান্ত সাহার নেতৃত্বে কর্ণফুলী থানা পুলিশের একটি দল আবদুল মান্নানকে গার্ড অব অনার দেন।
তার মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম, যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিক হক,সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদের রহমান শাহেদ সহ প্রমুখ শোক জানিয়েছেন।