সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা-সন্ধীপ ফেরীঘাটের ব্রীজের উপর বসে বড়শি নিয়ে মাছ ধরার সময়ে সাগরে বড়শি আটকে গেলে সেই বড়শি ছুটানোর জন্য সাগরে নেমে ডুব দিলে মোঃ নুর করিম (৩৭) নিখোঁজ হয়।
আজ ২৫ জুলাই বেলা সাড়ে ১ টায় নিখোঁজের ঘটনাটি ঘটে। নিখোঁজ নুর করিম উপজেলার ঐ এলাকার হিঙ্গোরীপাড়ার মো.ঈসমাইল এর পুত্র।
বিকাল ৫ পর্যন্ত কুমিরা ফায়ার সার্ভিস ও সীতাকুণ্ড থানা পুলিশ এবং কুমিরা ফাঁড়ীর নৌ পুলিশ উপস্থিত হয়ে উদ্বার কাযর্ক্রম চালাচ্ছেন। ঘটনার সময়ে ভিকটিমদের সাথে ছিলেন একই এলাকার নাদেরুজ্জামানের পুত্র মোঃ শহিদ ও নিখোঁজ নুর করিমের ভাইয়ের দোকানের কর্মচারী।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে। বর্তমানে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও কুমিরা ফাঁড়ি নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
















