সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ বাস্তবায়ন বৃষ্টি ভেজা দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিলো আনোয়ারা উপজেলা প্রশাসন।
বিধি নিষেধ অমান্য করে মাস্ক ছাড়া অযথা রাস্তায় বের হওয়া, গাড়ি নিয়ে অহেতুক ঘোরাঘুরি, বিকাল ৩টার পর দোকান পাট খোলা রাখার দায়ে ১৫ মামলায় ৭ হাজার চারশত টাকা জরিমানা আদায় করে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) উপজেলার কালাবিবির দিঘির মোড়, চাতরী চৌমুহনী ও উপজেলা সদর, বন্দর সেন্টার, বটতলী , মালঘর বাজার সহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ বাস্তবায়ন করতে মাঠে আছি। আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। ঘরে অবস্থান করুন। সরকারি নির্দেশনা মেনে চলুন। আমাদের অভিযান চলমান থাকবে।
















