করোনা মহামারী প্রতিরোধে ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার স্বাভাবিক চিত্র বদলে দিয়েছে রাজস্হলী থানা পুলিশ। করোনা সংক্রমণের বিস্তার রোধে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। তবে কঠোর লকডাউনকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ী ও গাড়ি চালকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকেই উপজেলার ব্যস্ততম সড়কগুলো অন্যদিনের তুলনায় বেশ ফাঁকা। রাস্তায় যানবাহন না থাকায় প্রয়োজনের তাগিদে অনেক মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন হাটবাজারের বেশিরভাগ দোকানপাট, শপিংমল গুলো বন্ধ থাকতে গেছে। কঠোর লকডাউন বাস্তবায়নে রাজস্থলী থানা পুলিশ সকাল থেকে উপজেলার গূরুত্বপূর্ণ সবকয়েকটি মোড়ে ও বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন।
প্রয়োজন ছাড়া কিংবা জরুরী প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন সবাইকে মুখোমুখি হতে হচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের। সেইসাথে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড মাইক ব্যবহার করে জন সাধারণকে বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং ঘরের বাইরে বের না হওয়ার আহবান জানাচ্ছেন পুলিশ।
এই বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমদ বলেন করোনা মহামারী প্রতিরোধে ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থ্যা নেওয়া হচ্ছে। জনকল্যাণে এমন তৎপরতা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, পাশাপাশি সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করে যাচ্ছে রাজস্থলী থানা পুলিশ।
















