কার্টুনিস্ট কিশোরসহ ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ।
আজ রোববার (১৩ জুন) ঢাকার সিএমএম আদালতে তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক আফসার আহম্মদ প্রতিবেদনটি জমা দেন।
‘আই এম বাংলাদেশি’ নামে একটি ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করতে কিংবা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন পোস্ট করার অভিযোগে কার্টুনিস্ট কিশোরসহ ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।
তদন্ত প্রতিবেদনে তালিকাভুক্ত হওয়া বাকি আসামিরা হলেন- রাষ্ট্রচিন্তার সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল ও জুলকারনাইন সায়ের খান ওরফে সামিউলসহ ৬ জন।
তবে এদিন অভিযোগ প্রমাণিত না হওয়ায় পুলিশ মামলার এজাহারভুক্ত বাকি ৪ আসামি লেখক মুশতাক আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক সাহেদ আলম, জার্মান প্রবাসী ব্লগার আসিফ মহিউদ্দিন ও ফিলিপ শুমাখারকে অব্যাহতি দেয়ার আবেদন করেছে পুলিশ।
আদালতে গত ১৩ জানুয়ারি এ মামলার চার্জশীট দেয়া হয়। ২০২০ সালের ৫ মে রমনা থানায় কার্টুনিস্ট কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।