আজ থেকে শুরু হওয়া ১৪ দিনের সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার দোকান, রেস্টুরেন্ট ও শপিং মলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯৫ মামলায় ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (২৩ জুলাই) নগরের ডবলমুরিং, সদরঘাট, পতেঙ্গা, ইপিজেড, বন্দর, হালিশহর, পাহাড়তলী, বায়েজিদ, আকবরশাহ, চকবাজার, বাকলিয়া, কর্ণফুলী, চান্দগাঁও, পাঁচলাইশ ও খুলশী এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ১৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নগরের পতেঙ্গা, ইপিজেড, বন্দর, ডবলমুরিং, সদরঘাট, খুলশী, বায়েজিদ, আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত, মোজাম্মেল হক চৌধুরী, উমর ফারুক ও সোনিয়া হক। এসময় ১৬ মামলায় ৪ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি নগরের পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা ও মো. রাজিব হোসেন। এসময় ১০ মামলায় ১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান, হুছাইন মুহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন ও প্রতীক দত্ত নগরের বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলী ও কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৪ মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন তারা।
অপরদিকে নগরের চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ মামলায় ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক।
তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান নগরের চান্দগাঁও, পাঁচলাইশ ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে ৪ মামলায় ১ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তাররোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
















