অশোক দাশ, সীতাকুণ্ড: দেশব্যাপী ২৩ জুলাই শুক্রবার থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সীতাকুণ্ড সদর থেকে বড়কুমিরা বাজার পর্যন্ত অভিযানে সরকারী নির্দেশাবলী অমান্য করার অপরাধে ১১টি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন জানান, বিকাল ৩টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যগণ অংশ গ্রহণ করেন। তিনি জানান,লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
















