চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক ভাষাতত্ত্ব ও লোকসংস্কৃতি গবেষক বাসবী বড়ুয়া আজ শুক্রবার ভোর সাড়ে ৪ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নগরীর ম্যাক্স হাসপাতালে। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
আজ দুপুর ২ টায় পটিয়ার তেকোটা – মুকুটনাইটস্হ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে অনিত্য সভা ও শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অত্যন্ত মেধাবী ছিলেন বাসবী। অনার্স ও প্রথম মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়। ভারতের দিল্লী জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় মাস্টার্স ও এমফিল করেন। তিনি নারী শিক্ষা ও নারীদের ক্ষমতায়নের উপর বিভিন্ন গবেষণাপত্র রচনা করেন। চর্যাপদ নিয়ে তার গবেষণাধর্মী লেখা রয়েছে।
পটিয়ার তেকোটা- গ্রামের কৃতি সন্তান বাসবী বড়ুয়া। তাঁর পিতা প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া ও মাতা প্রীতি বড়ুয়া। স্বপন কান্তি বড়ুয়া পটিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানীত উপদেষ্টা ও পটিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি।তিনি দীর্ঘদিন বাংলাদেশ বৌদ্ধ সমিতি( যুব) এর সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন। তিনি প্যাসিফিক পেপার প্রোডাক্টস এর এমডি।
নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দিরে তাঁর প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার হতে শেষ শ্রদ্ধা প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড.শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক অধ্যাপক কুন্তল বড়ুয়া, ইংরেজি বিভাগের অধ্যাপক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম, সম্মানিত রেজিস্ট্রার ও অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
















