চট্টগ্রামে কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন প্রায় ২০ জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বুধবার (২১ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর ২০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের কারো হাত, কারো পা, এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে।
এর আগে বুধবার সকালে মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ আদায় শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন। কোরবানির পশু জবাইয়ের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের ৪১টি ওয়ার্ডে ৩০৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে। এরপরও নগরবাসী রাস্তায়, অলিগলিতে পশু কোরবানি করছেন।
















