কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি শিক্ষানুরাগী লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য কলামিস্ট মাহবুবা সুলতানা শিউলি এক অভিনন্দন বার্তায় সর্বস্তরের জনগণ ও ছাত্রছাত্রী ভাই বোনদের কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, প্রায় চার হাজার বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.) এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়।
হজরত ইব্রাহিমের (আ.) ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমের জন্য আল্লাহ কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরবানি করাই এ দিনের উত্তম ইবাদত।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও কলামিস্ট মাহবুবা সুলতানা শিউলি বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
বার্তা শেষে তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রিয় শিক্ষার্থী এবং কক্সবাজারবাসীর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের সনির্বন্ধ অনুরোধ করেন।
















