মুজিববর্ষের উপহার হিসেবে শেখ হাসিনার উপহার ” দ্বিতীয় পর্যায়ে আগামী ২০ জুন রাঙ্গুনিয়ার ১০০ গৃহ ও ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর উপহার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
দ্বিতীয় পর্যায়ে উপহারের জমি ও ঘর উপজেলার বেতাগী ইউনিয়নের বহলপুর গ্রামে এই উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১২ জুন) সকালে উদ্বোধনের পূর্বে প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি।
এসময় অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া প্রেসক্লাবে সাংবাদিক জিগার জিগারসহ স্থানীয় এলাকাবাসী।