চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক থেকে দুই হাজার পিস ইয়াবাসহ জিয়াউর হক (৪৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ই জুন) দুপুর আড়াইটায় তাকে আটক করা হয়। জিয়াউল কক্সবাজার সদর দরগাপাড়া ০৭ নং ওয়ার্ডের খুরুলিয়া গ্রামের বাসিন্দা।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ(ওসি) দুলাল মাহমুদ চট্টগ্রাম নিউজকে জানান, মইজ্যারটেক পুলিশ বক্সের সামনে চেক পোস্টে জিয়াউল হক নামে এক ব্যক্তি মাদক নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে দুপুরের দিকে মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে হেফাজতে রাখা দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জিয়াউলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।