চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জের ধরে নাসরিন আক্তার (২২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
শনিবার (১২ই জুন) বিকেল তিনটার দিকে উপজেলার চরলক্ষ্যা ৪ নং ওয়ার্ড বোর্ড বাজার এলাকার মাইজ্যা ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন একই এলাকার মোঃ আল আমিনের স্ত্রী।
শাশুড়ি বকা-ঝকা করায় ওই গৃহবধূ বিষপান করেছে বলে জানান স্হানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ চট্রগ্রাম নিউজকে বলেন বোর্ড বাজার এলাকায় বিষপানে গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে আমাদের অফিসার গেছে বিষয়টি আমরা তদন্ত করতেছি।