সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার কৃতি সন্তান সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদুত ও আই বি সিদ্দিকী প্রকাশ বোরহান সিদ্দিকী (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
জানা যায়, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১ টার সময় ঢাকাস্ত বেসরকারি হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
ও আই বি সিদ্দিকী চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিন রহমত নগর গ্রামে মরহুম আবুল মনসুর লুৎফে আহাম্মদ সিদ্দিকীর পুত্র এবং সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পীকার মরহুম ইঞ্জিনিয়ার এল. কে সিদ্দিকীর ছোট ভাই।
পরিবার সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও শারিরীক নানা রোগে ভোগছিলেন। শারিরীক অসুস্থতার অবনতি হওয়ার কারনে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে,আজ (১৮ জুলাই) রবিবার সকাল ১০ টায় উনার প্রথম জানাজা ঢাকাস্ত রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে।
উনার ২য় জানাজার নামাজ রবিবার আসরের পর উনার নিজ গ্রাম সীতাকুণ্ডের দক্ষিণ রহমত নগর গ্রামের মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে উনার দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য যে, তিনি বাংলাদেশ পুলিশের পরিদর্শক আইজিপি, রাষ্ট্রদুত ও সচিব পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তার তীক্ষ্ণ মেধার কারনে অসংখ্য রাষ্ট্রীয় খেতাব অর্জন করেন। এই গুনী ও কির্তীমান পুরুষের মৃত্যুর খবর শুনে সীতাকুণ্ড তথা সারাদেশে শোকের ছায়া নেমে আসে। খবর পাওয়ার পর দলমত নির্বিশেষে ফেসবুকে শোক বার্তা দিতে কেউ ভুলেনি। এছাড়া দেশে-বিদেশে থেকে সবাই শোকবার্তা দেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
















