কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুল চেয়ারম্যান ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলার শিকলবাহা চেয়ারম্যান বাড়িতে এ বর্ষপূতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মনির আহমেদ সর্দারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল খালেক জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মো. শাহরিয়ার।
প্রধানবক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান পুত্র সেকান্দার হোসেন রানা।
বিশেষ অতিথি ছিলেন শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মনির তালুকদার, আনিসুর রহমান আনিস, কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা নাজের মাজু, মোঃ এসকান্দার, ইসমাইল,
সোহেল রানা, আলী আজম, রুবেল মির্জা,মোঃ মামুন, ছাত্রলীগ নেতা মোঃ জাহেদ, সজীব, সানি, আকরাম, ইফতি।
বর্ষপূতি অনুষ্ঠানে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ডাঃ ফারহানা মমতাজ বলেন, শিকলবাহা ইউনিয়ন জন্য যা যা করার দরকার আমি ও আমার বড় ভাই সেকান্দর রানা তাই করবো,আমার বাবা আমৃত্যু শিকলবাহাবাসীর সেবা করেছেন আমিও সেবা দিয়ে যাচ্ছি, আমি ভবিষ্যতে একটি ফ্রি মেডিকেল সেন্টার গড়ে তুলবো। যা আমার বাবা স্বপ্ন দেখতো। বাবার মত সুখে দুঃখ শিকলবাহা জনগণের পাশে থাকতে চাই।’
প্রসঙ্গত, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কালাম বকুল এর নামে তাঁরই সুযোগ্য কন্যা ডাঃ ফারহানা মমতাজ গত বছরের এই দিনে এই ফ্রি চিকিৎসা সেবা চালু করেন।
















