নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় রামকৃষ্ণ(৪৯) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ ১২ জুন, শনিবার বেলা ১ টার দিকে সাগরিকা মোড়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামকৃষ্ণ সাতকানিয়া থানার ধর্মপুর বণিকপাড়া এলাকার মৃত পরশুরাম শর্মার ছেলে। সে নগরীতে আকিজ গ্রুপের সেইলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, সাগরিকা এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রামকৃষ্ণকে চমেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসইউ