নগরীর চকবাজার থানার পার্সিভ্যাল হিল এলাকায় পাহাড় কাটার অভিযোগে এপিক প্রপার্টিজ লিমিটেডের ৪ শ্রমিককে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (১৭ জুলাই) বিকাল ৩ টার দিকে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।
মোহাম্মদ ওসমান নামে এক স্থানীয় অভিযোগ করেন, এই এলাকা টিন শিট দিয়ে ঘেরাও করে গত দু মাস ধরে শ্রমিকরা পাহাড়ের এক পাশ কাটছিলো। এ ব্যাপারে স্থানীয়রা গত ১০ মার্চ পরিবেশ অধিদপ্তরে একটি অভিযোগও করেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর জানান, নগরীর পার্সিভ্যাল হিল এলাকায় শনিবার বিকালে পাহাড় কাটার সময় এপিক প্রপার্টিজ লিমিটেডের চার শ্রমিককে হাতনাতে আটক করা হয়। আটককৃত শ্রমিকরা ১২ তলা বিশিষ্ট ’এপিক বয়ান ইম্পেরিয়াম ’নামে আবাসিক প্রকল্পের কাজ করছিলো। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর’র(মহানগর) পরিচালক নুরুল্লাহ নুরী জানান, এপিক প্রপার্টিজ লিমিটেড তাদের প্রকল্পের সুরক্ষা দেওয়াল নির্মাণ কাজের জন্য ঢাকা থেকে অনুমতি নিয়েছিলো। কিন্তু পাহাড় কাটা বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে তারা কোন অনুমতি নেয়নি।পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে অবগত রয়েছে, আমাদের একটি দল এলাকাটি পরির্দশনও করেছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
















