আনোয়ারা উপজেলার হাইলধর ও চাতরী ইউনিয়নে দুই দিনে পুকুরে ডুবে দুই শিশু প্রাণহানির ঘটনা ঘটেছে।
আজ ১২ জুন শনিবার দুপুরে দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পীরখাইন পশ্চিম পাড়া এলাকায় পুকুরে ডুবে মোহাম্মদ হামেদ হাসান(২) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত হাসান পীরখাইন গ্রামের মোহাম্মদ আরিফ উল্লাহ’র ছেলে।
হাসানের বাবা আরিফ উল্লাহ বলেন, পরিবারের সদস্যদের অজান্তে ১১টার দিকে হামেদ নিখোঁজ হয়। এর কিছুক্ষণ পর পুকুরে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা হামেদ হাসানকে উদ্ধার করি। পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ ফারজানা বলেন, আজ দুপুরে উপজেলার পীরখাইন গ্রামের ২ বছর বয়সের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে শুক্রবার( ১১ জুন)সকালে দিকে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের মহাজন পাড়া এলাকায় খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে অতুল মহাজন (৫) নামে এক শিশুর মৃত্যু হয় । নিহত অতুল কৈনপুরা মহাজন পাড়ার সুমন মহাজনের ছেলে । স্থানীয়রা জানায় , নিহত অতুল খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তল্লাশি করে তাকে উদ্বার করে এবং স্থানীয় হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।