চট্টগ্রামের ‘ফুসফুস’ খ্যাত সিআরবি এলাকায় একটি শিল্পগোষ্ঠী কর্তৃক হাসপাতাল নির্মাণ পরিকল্পনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পটিয়ার সংস্কৃতিকর্মীরা।
১৭ জুলাই শনিবার এক যুক্ত বিবৃতিতে পটিয়ার বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবর্গ চট্টগ্রামের অপরূপ নৈসর্গিক অঞ্চল, স্থাপত্যকলা-ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার ও এর প্রতিবাদে গড়ে উঠা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
তাঁরা চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র সিআরবি রক্ষায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন, অধ্যাপক অজিত কুমার মিত্র, শিবুকান্তি দাশ (মালঞ্চ), অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু (সম্মিলিত সাংস্কৃতিক জোট), মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, সাইফুল্লাহ পলাশ (সাহিত্যবিশারদ স্মৃতি সংসদ), শৈবাল বড়ুয়া (উত্তরাধিকার), এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, আবদুর রহমান রুবেল (পটিয়া গৌরব সংসদ), হারুনর রশিদ ছিদ্দিকী, আহমদ উল্লাহ (পটিয়া প্রেস ক্লাব), ডা. জয়দত্ত বড়ুয়া, বিশ্বজিৎ খাস্তগীর (বর্ণরেখা খেলাঘর আসর), ডা. সাইফুদ্দিন খালেদ (সমকাল সুহৃদ সমাবেশ), সেলিম উদ্দিন (চারণ সাংস্কৃতিক কেন্দ্র), অধ্যাপক ভগীরথ দাশ (পটিয়া থিয়েটার), এডভোকেট খুরশীদ আলম (সম্মিলিত সাংস্কৃতিক মোর্চা), রশীদ এনাম (শহীদ ছবুর স্মৃতি পাঠাগার), কনক বড়ুয়া, রাজীব দাশ (পটিয়া একাডেমী)।
















