চট্টগ্রামের সীতাকুণ্ডে জিরি সুবেদার শিপইয়ার্ডে দুর্ঘটনায় মো: মফিজ (৪০) নামের এক স্ক্র্যাপ ব্যবসায়ী নিহত হয়েছেন।
জানা যায় নিহত মো: মফিজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার গোয়ালকোর্ট কান্দি গ্রামের মো. মোতাহারের পুত্র। গত বুধবার দুপুরে স্ক্র্যাপ মালামাল ক্রয় করতে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার একদিন পর বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরবেলা বার আউলিয়ায় অবস্থিত জিরি সুবেদার স্টিল শিপইয়ার্ডে মালামাল ক্রয় করতে যান স্ক্র্যাপ ব্যবসায়ী মো: মফিজ। মালামাল কিনতে গিয়ে লোহার পাতের আঘাত মারাত্মকভাবে জখম হন তিনি। গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তদন্ত সুমন বণিক বলেন, সীতাকুণ্ডে বার আওলিয়ায় জিরি সুবেদার শিপইয়ার্ডে দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
















