সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়ে চাকুরী দেওয়া, জমি উদ্ধার, বিভিন্ন তদবির বাণিজ্যের নামে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর ১০ এলাকায় এসএসআই গ্রুপের অফিসে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা শেখ হাবিবুর রহমান প্রকাশ এসকে হাবিবসহ তিন প্রতারককে গ্রেফতার করছে র্যাব ৪।
১০ জুন, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের মো. হাবিবুর রহমান, মাদারিপুরের মো. খলিলুর রহমান ও চাদপুরের মো. আবু সাইদ। এসময় তাদের কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা, একটি ল্যাপটপ, একটি সিপিইউ, দশটি চেক, ২৫ টি এনআইডি কার্ড, দুইটি সীল,আটটি পাশবই, চুক্তিপত্রসহ প্রতারণার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
র্যাব জানায়, সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদদের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানকে তদবির করে প্রতারকরা সাধারণ মানুষ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তারা এসএসআই কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে চাকুরী দেওয়া, ফ্লাট উদ্ধার, জমি উদ্ধারের নামে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ জুন র্যাব ৪ অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা শেখ হাবিবুর রহমানসহ তিনজনকে গ্রেফতার করে।
র্যাব আরো জানান, শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ ইমরানের স্ত্রী শারমিন আক্তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন সেটিকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব।