সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কমপ্লেক্সের সামনে আগত অভ্যাগতদের স্বাস্থ্য সুরক্ষার জন্য করোনা ‘প্রতিরোধক বুথ’ স্থাপন করা হয়েছে।
আজ (১২ জুলাই) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে করোনা সুরক্ষায় প্রতিরোধক বুথের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন।
সুত্রে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুনের ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত ‘করোনা প্রতিরোধ বুথ’ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ. ম. ম দিলসাদ, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুর উদ্দীন রাশেদ।
উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ. এম তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব গোলাম মহিউদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
















