সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কক্ষের ভেতর থেকে আবুল কালাম আজাদ (৩০) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জুলাই) সকালে আশুলিয়ার ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম।
নিহত আবুল কালাম আজাদ বরগুনা জেলা থানার মৃত নুরু মাস্টারের ছেলে। তিনি ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকার আকবর মিয়ার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা করতেন।
















