চট্টগ্রামের আনোয়ারায় ৮শ পিস ইয়াবাসহ মোঃ এনাম(২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা।
শনিবার সকাল ৯টায় বারশত কালী বাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ এনাম রায়পুর ইউনিয়নের গহিরা ঘাটকুল এলাকার ০৯ নং ওয়ার্ডের মৃত আবদুল শুক্কুরের ছেলে ।
জানা যায়, আনোয়ারা থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক(এস আই) আরিফের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মোঃ এনামকে গ্রেপ্তার করা হয় ।
আনোয়ার থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে আট’শ পিস ইয়াবাসহ এনাম নামে একজনকে গ্রেফতার করে।এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১০ (ক) মামলা রুজু করা হয়। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
















