কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মহিলাসহ ২ হাজার পিস ইয়াবা নিয়ে ২ জনকে আটক করেছে।
আজ রবিবার রাত সাড়ে ৩ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাজাপালং ইউপিস্থ জনৈক আমিন শরীফের দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক রোডে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ভিটা এলাকার ছৈয়দ আলমের ছেলে হাবিবুর রহমান (৩৪),সিকদার বিল ভুঁইয়াপাড়া এলাকার ছরত আলমের স্ত্রী জমিলা বেগম (৩৬), কে আটক করে।
এসময় তাদের তল্লাশী করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহাম্মদ সনজুর মোরশেদ জানিয়েছেন।
















