চান্দগাঁও থানা ছাত্রলীগের উদ্দ্যোগে দেশরত্ন শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম শহিদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০০৭ সালে স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতনের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলনের ডাক দেয় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তেরোটি মামলা দিয়ে জননেত্রী শেখ হাসিনা জেলে নিয়ে যাই। সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদেরকে পুলিশ দিয়ে হয়রানি এবং নির্যাতন করা হয়। মিথ্যা মামলা দিয়া জেলে পাটানো হয়।
এমন অবস্থায় থেকে বাংলার মানুষের গণতন্ত্র উদ্ধার ও নির্যাতন থেকে রক্ষা পেতে সারাবাংলায় আন্দোলনের ডাক দেয়। ৩৩১ দিন জেলে থেকে জননেত্রী ২০০৮ সালে এই দিনে কারা মুক্তি পাই। এবং পরবর্তী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সংখ্যাগরিষ্ঠ হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে।
জননেত্রী শেখ হাসিনা ও জননেত্রী শেখ হাসিনা গ্রেফতার খবর শুনে মৃত্যুবরণ করে তাদের তাদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন ছদরিয়া মসজিদের খতিব মাওলানা মোহম্মদ মনজুর আলম আতিকি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মোঃ সাজ্জাদ আলম, মোঃ দিদারুল ইসলামা শহীন, নুর মোহাম্মদ সানি মোস্তফা কামাল, কাইসার উদ্দিন, ফয়সাল খান সিফাত, মোঃ মনসিন, বিক্রম বড়ুয়া, সাহাদাত সোহেন আবিদ, ফাহিম শাহ, সাহেদ আবরার, মাহি ফয়সাল, কাজী তফসির, আফতাব উদ্দিন তাসিন, আফতাফ উদ্দিন গালিব, জোনায়াতে হোসেন জামি, সম্রাট, ইমন, মিনহাজ উদ্দিন জুমান, রাব্বি প্রমুখ।