প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য, কবি ও প্রবীণ সাংবাদিক অরুণ দাশগুপ্ত এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, অরুণ দাশগুপ্ত’র কবিতা, চিত্রকলা, ছোটগল্প, সঙ্গীত ক্ষেত্রে অবাধ বিচরণ ছিল।
চট্টগ্রামে তথা বাংলাদেশে অনেক লেখক গড়ে তুলেছে আজাদী। তার পেছনের কারিগর ছিলেন অরুণ দাশগুপ্ত।
তিনি বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতির মত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নির্লোভ ও নিরহংকারী ব্যক্তি ছিলেন।
তিনি তাঁর জ্ঞানের আলোয় অনেক ব্যক্তি-কে আলোকিত করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন গুণীজন হারালাম।
শিক্ষা উপমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
















