চট্টগ্রামের রাউজান উপজেলায় বিধিনিষেধ অমান্য করে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করায় পুলিশ এসে অনুষ্ঠান ভঙ্গ করেন।
শুক্রবার (৯ জুলাই) রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় প্রয়াত শান্তি রাম দাসের স্মরণের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
ওই অনুষ্ঠানে ৫০০ জনের খাবারের আয়োজনও করেছিল কিন্তু লোকজন শোক জানালেও খেতে পারেননি খাবার। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি এসে বন্ধ করে দেন এই অনুষ্ঠান।
সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ আয়োজন দ্রুত বন্ধ করতে ফোনে নির্দেশ দেন থানা পুলিশ ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়াকে।
ইউএনও’র নির্দেশ পেয়ে পুলিশসহ অনুষ্ঠানস্থলে যান বাবুল মিয়া। জনপ্রতিনিধি ও পুলিশ দেখে খাবারের আয়োজন বন্ধ করে দুঃখ প্রকাশ করেন আয়োজকরা।
















