চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে ১৪ হাজার ১২০ লিটার চোরাই পামওয়েলসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৭
বৃহস্পতিবার (১০ই জুন) বিকেলে উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন মোঃ মিজানুর রহমান (৩০) মাকসুদুর রহমান (২৬) জানে আলম (৫২) আবু তাহের (৩০) ও মোঃ মঞ্জুর আলম (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ।
র্যাব জানায়, কর্ণফুলী থানা এলাকায় এক ব্যাক্তি অবৈধভাবে বিপুল পরিমাণ পামওয়েল ক্রয়-বিক্রয়ের জন্য মজুত করা হয়েছে—এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাকের ড্রাম ও কন্টেইনারে থাকা ১৪ হাজার ১২০ লিটার চোরাই পামওয়েল জব্দ করা হয়। জব্দকৃত পামওয়েলের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ২০ হাজার টাকা। একইসাথে চোরাইকৃত পামওয়েল পরিবহনের দুইটি ট্রাক জব্দ করা। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।