অশোক দাশ, সীতাকুণ্ড: সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা চালকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) পৌরসভা মাঠ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন ৩শত সিএনজি চালকের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ভালবাসার উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।
পৌরমেয়র বদিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, পৌর কাউন্সিলর জুলফিকার আলি শামিম, কাউন্সিলর আনোয়ার ভূঁইয়া, দিদারুল আলম এ্যাপোলো, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শিক্ষক আবু বক্কর, উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন সহ আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।