সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে দোকান – রেস্টুরেন্ট খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬ প্রতিষ্ঠানক ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (৮ জুলাই) বৃহস্পতিবার করোনা মহামারী মোকাবেলায় লকডাউন কার্যকর করতে সারাদিনব্যাপী সীতাকুণ্ড সদর থেকে বড় দারোগার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন।
সুত্রে জানা যায়, চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে বিকাল ৫ টার পর দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং রাত ৮ টার পর দোকান খোলা ও রেস্টুরেন্টের ভেতরে বসিয়ে কাস্টমারকে খাওয়ানোর অপরাধে সীতাকুণ্ড উত্তর বাজারে অবস্থিত রাজবাড়ী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের একটি করে দল অংশ গ্রহণ করেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন বলেন, চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় এসব প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।