বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে ৪টি বসতঘর।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব সৈয়দনগরের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি দেড়ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আবদুল্লাহ।
তিনি বলেন, চুলার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়ে জসিম উদ্দিন, হেলাল, বজল চৌধুরীর ঘরে ছড়িয়ে পড়ে। এতে ২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।