সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুমানিক ২ লক্ষ টাকার গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্্যাব-৭ চট্টগ্রাম।
বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীস্থ যমুনা ব্যাংক সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি প্যাকেটে থাকা ২০কেজি গাঁজা জব্দ করা হয়।
র্র্যাব-৭ সূত্র জানায়, ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী কসবা থেকে নিয়মিত গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে সরবরাহ করতো তারা।
আটককৃতরা হলেন, ট্রাক চালক মোঃ আলী (২০) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ ৯ নং জঙ্গল ভাটিয়ারি আলী আকবরের বাড়ির মোহাম্মদ আলী আকবরের পুত্র, বেলাল হোসেন (৩০) কুমিল্লা চৌদ্দগ্রাম আমনগন্ডা গুলপাশা ইউপির ৬ নং ওয়ার্ডস্থ বশর মিয়া বাড়ির মৃত শহীদদের পুত্র ও মোঃ জাহিদ (২০) সন্দ্বীপ থানার মুছাপুর ইউপির ২ নং ওয়ার্ডস্থ মাস্টার বাড়ির মফিজুর রহমানের পুত্র।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল পরিদর্শক(তদন্ত) সুমন বণিক জানান, র্্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন’জনকে ২০ কেজি গাঁজাসহ মডেল থানায় হস্তান্তর করেন। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২০১৮ এর স্বরণি ১৯(গ) ৩৮/৪০ ধারায় নিয়মিত মামলা রুজু আদালতে সোপর্দ করা হয়।