পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫ জন গ্রেফতার হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এই মাদক বিরোধী অভিযানে অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৯৫ পিস ইয়াবা, ৬ দশমিক ২ গ্রাম হেরোইন, ১ কেজি ১৮৫ গ্রাম গাঁজা, এবং ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ২৩টি মামলা করা হয়েছে।