চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কে কক্সবাজার অভিমুখী বাঁশভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯ টায় চুনতির জাঙ্গালিয়ায় ফরেস্ট বিট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, ট্রাকটি পড়ে যাওয়ার পর গাড়ি থেকে বের হয়ে একজনকে দ্রুত পালিয়ে যেতে দেখেছেন তারা। তবে গাড়িতে আর কেউ আছে কি না সে ব্যাপারে এখনও কেউ জানাতে পারেন নি। এ সংবাদ লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধারের প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই নাজিমুল হক জানান, হাইওয়ে পুলিশ ও সাতকানিয়া দমকল বাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।