গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড অপো তাদের ডিউরেবিলিটি পাওয়ারহাউজ অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) এখন আকর্ষণীয় নতুন দাম মাত্র ১৭ হাজর ৯৯০ টাকায় এনছে। ডিভাইসটির আগের দাম ছিল ১৯ হাজার ৯৯০ টাকা। শক্তি, সক্ষমতা ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয় এই ফোনটি এখন দেশজুড়ে সব অথোরাইজড অপো স্টোরে পাওয়া যাচ্ছে।
অপো এ৫-এ ইন্ডাস্ট্রির সেরা ডিউরেবিলিটি নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে রয়েছে আইপি৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যা পানি, ছিটা বা ধুলাবালি থেকে ডিভাইসকে সুরক্ষিত রেখে আপনার লাইফস্টাইলের সবচেয়ে প্রয়োজনীয় সঙ্গী হতে পারে। ফোনটির ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিসট্যান্স, হঠাৎ পড়ে গিয়ে নষ্ট হওয়া থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখে। আর এর এসজিএস গোল্ড সার্টিফিকেশন যেকোনো কঠিন পরিস্থিতিতে ফোনটিকে সচল রাখার মতো সুরক্ষা নিশ্চিত করে। কেবল কঠিন পরিস্থিতিতে টিকে থাকাই নয়, বরং যেকোনো আঘাতেও নিখুঁতভাবে কাজ করার জন্য প্রস্তুত এই ডিভাইসটি।
ডিভাইসটিতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি নিয়ে আসা হয়েছে, যা পাওয়ার ডিগ্রেডেশন ছাড়া টানা ৫ বছর পর্যন্ত কার্যক্ষমতা ধরে রাখতে সক্ষম। পাশাপাশি, এর ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ১৯ মিনিটে ৩০% চার্জ ও ৩৬ মিনিটে ৫০% চার্জ করতে পারবেন। ফলে, ডাউনটাইম কমে আসে এবং গেমিং, স্ট্রিমিং বা চলার পথে জরুরি কাজের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন থাকার সময় বৃদ্ধি পায়।
অপো এ৫-এর শক্তিশালী এআই ক্যামেরা সিস্টেম ব্যবহারকারীকে আরও সক্ষম করে তোলে। এর শক্তিশালী ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা নিখুঁত ও ঝকঝকে ছবি নিশ্চিত করে; একইসাথে, এর ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর পোর্ট্রেইটের ক্ষেত্রে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্লার মুহূর্তেই তৈরি করে।
অন্যদিকে, ডিভাইসটির ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা প্রতিটি সেলফিকে আরও ব্যালেন্সড ও শার্প করে তোলে। ফোনটিতে ফটো এডিটিংয়ের জন্য রয়েছে এআই ইরেজার ২.০ যা মাত্র কয়েক সেকেন্ডেই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো ছবি থেকে সরিয়ে ফেলে।
মিলিটারি-গ্রেড প্রতিরোধ সক্ষমতা থাকার পরেও অপো এ৫ এর স্লিক ও এলিগ্যান্ট লুক ধরে রেখেছে। এর আলট্রা-ব্রাইট ১ হাজার-নিট ডিসপ্লে যেকোনো পরিবেশে দারুণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করে; এমনকি প্রচণ্ড রোদেও নিখুঁতভাবে ডিসপ্লে ফুটিয়ে তোলে। মিস্ট হোয়াইট ও অরোরা গ্রীন দুইটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে অপো এ৫। এটি হাতে ধরতে একদম হালকা ও আরামদায়ক, যা শহুরে ব্যস্ততা থেকে শুরু করে আউটডোর অ্যাডভেঞ্চার, সবখানেই আপনাকে দিবে নিরবচ্ছিন্ন প্রশান্তি।
নিখুঁত ডিজাইনের পাশাপাশি, অপো এ৫ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ; যা স্মুথ মাল্টিটাস্কিং ও সকল কনটেন্টের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে। অপোর অপ্টিমাইজড সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে এটি তার অনবদ্য ডিউরেবল কাঠামোর মতোই নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমাদের ক্রেতাদের প্রয়োজনই হলো আমাদের জন্য সেরা প্রেরণা। অপো এ৫’-এর এই কৌশলগত মূল্য সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে, বাংলাদেশের ব্যবহারকারীরা পারফরম্যান্স বা গুণগত মানের ক্ষেত্রে কোনোপ্রকার আপস না করেই আমাদের সবচেয়ে টেকসই প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। অবিশ্বাস্য মূল্য নিশ্চিত করার ক্ষেত্রে এটিই আমাদের দৃঢ় অঙ্গীকার।”
অপো এ৫ কেবল একটি স্মার্টফোন নয়; এটি দৃঢ়তা, সহনশীলতা ও প্রতিদিনের মার্জিত রুচির বহিঃপ্রকাশ। আপনি অ্যাডভেঞ্চারার, পেশাজীবী বা কনটেন্ট ক্রিয়েটর যাই হোন না কেন, ডিভাইসটি আপনার চলার পথের প্রতিটি পদক্ষেপে আপনার গতির সাথে তালমিলিয়ে চলার জন্য তৈরি।
















