মো: জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বিপুল পরিমাণ মদ-গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়েরের পর আসামীদের আজ বুধবার (৭ জুলাই) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা সূত্রধর পাড়ার বিনোদ চৌধুরীর ছেলে শ্রীধাম চৌধুরী (৪০) ও মৃত বানেশ্বর সূত্রধরের ছেলে রূপন সূত্রধর (৫৫) এবং পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মো. শহিদুল্লাহ সইয়্যা (৪০)।
ওসি মো.আবদুল করিম বলেন, শ্রীধাম চৌধুরী ও রূপন সূত্রধরকে মদ ও মো. শহিদুল্লাহ সইয়্যার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।